জয় মা কালী |
পূজোর রেশ এখনও কাটেনি। যদিও শেষ দূর্গাপূজো, কালীপূজো, দেওয়ালী ... এমনকী কার্ত্তিক পূজোও! সামনে রয়েছে জগদ্ধাত্রী পূজো।
কালীপূজো উপলক্ষ্যে দমদমের মিলন সঙ্ঘ আয়োজন করেছিল এক বিচিত্রানুষ্ঠানের। সেখানে 'ফাল্গুনী'র নৃত্যানুষ্ঠান ছিল অন্যতম এক আকর্ষণ।
ঢাকের তালে কোমড় দোলে ... 'পরাণ যায় জ্বলিয়া রে' -এর একটা গান। এই গানের নাচে দলের অন্যান্য সাথীদের সাথে প্রণীতাও দুলিয়েছিল কোম'ড়, ওই নৃত্যানুষ্ঠানে।
ঢাকের তালে কোমড় দোলে ... নৃত্য :