পুষ্প প্রদর্শনীতে প্রণীতা

গত বছরে আমরা এক পুষ্প প্রদর্শনী অনুষ্ঠানে গিয়েছিলাম। প্রণীতাও গিয়েছিল। সেখানে ওর কয়েকটা ফটো তুলেছিলাম।

প্রণীতা
প্রণীতা


পুষ্প প্রদর্শনীতে প্রণীতা
পুষ্প প্রদর্শনীতে প্রণীতা

আরো কিছু ফটো এখানে। 
আর ওখানকার ফুলের ফটোর লিঙ্ক পরে জানাব। আপলোড হোক্‌ আগে।

প্রণীতার ফটো তোলা

প্রণীতার অনেকগুলো ডাকনাম আছে, মামমাম, মিষ্টি, তাথৈ ... কিন্তু সবথেকে বেশী ডাকা হয় মামমাম নামে। এখন তো ওর বয়স প্রায় সাড়ে চার হল, গোড়া থেকেই আমি দেখেছি ওর ফটো তোলায় একটা যেন অ্যালার্জি আছে। ক্যামেরা রেডি হল কি হল না, ও আর ঠিক জায়গায় নেই!


প্রণীতা
প্রণীতা

 জগদ্ধাত্রী পূজা উপলক্ষ্যে এক নাচের অনুষ্ঠান ছিল। সেখানে যাওয়ার আগে এই ফটো তোলার পালা।


প্রণীতা
আহা কী ভঙ্গিমা!

আর এক সমস্যা আলো নিয়ে। চোখে আলো পড়লেই চোখ বন্ধ, যেন ধ্যান করছে!

প্রণীতা
মুদিল নয়ন
 

মিলন সঙ্ঘের অনুষ্ঠানে - প্রণীতা

আগেই বলেছি, কালীপূজো উপলক্ষ্যে দমদমের মিলন সঙ্ঘ আয়োজন করেছিল এক বিচিত্রানুষ্ঠানের (দেখুন:  ঢাকের তালে কোমড় দোলে)। ওই দিন প্রণীতার বেশ কয়েকটা ছবি তুলেছিলাম।

Source: SHUTTER-N-APERTURE
Source: SHUTTER-N-APERTURE
আরো অনেক ছবি আছে এখানে, তার থেকে একটা দিলাম।
Source: PRANITAA
Source: PRANITAA

ঢাকের তালে কোমড় দোলে

জয় মা কালী
জয় মা কালী
ফিরলাম, দীর্ঘদিন পরে। মনে নিয়ে অনেক আশা ...


পূজোর রেশ এখনও কাটেনি। যদিও শেষ দূর্গাপূজো, কালীপূজো, দেওয়ালী ... এমনকী কার্ত্তিক পূজোও! সামনে রয়েছে জগদ্ধাত্রী পূজো। 

কালীপূজো উপলক্ষ্যে দমদমের মিলন সঙ্ঘ আয়োজন করেছিল এক বিচিত্রানুষ্ঠানের। সেখানে 'ফাল্গুনী'র নৃত্যানুষ্ঠান ছিল অন্যতম এক আকর্ষণ। 

ঢাকের তালে কোমড় দোলে ... 'পরাণ যায় জ্বলিয়া রে' -এর একটা গান। এই গানের নাচে দলের অন্যান্য সাথীদের সাথে প্রণীতাও দুলিয়েছিল কোম'ড়, ওই নৃত্যানুষ্ঠানে। 



ঢাকের তালে কোমড় দোলে ... নৃত্য :