'মোমের পুতুল মমির দেশের মেয়ে' - নজরুল গীতি। কালীপূজা (ইংরাজী ২০১২ সনে) উপলক্ষে রামকৃষ্ণগড় যুবক সংঘ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে এই গানের সঙ্গে নৃত্য পরিবেশনায় প্রণীতা।
প্রণীতার অনেকগুলো ডাকনাম আছে, মামমাম, মিষ্টি, তাথৈ ... কিন্তু সবথেকে বেশী ডাকা হয় মামমাম নামে। এখন তো ওর বয়স প্রায় সাড়ে চার হল, গোড়া থেকেই আমি দেখেছি ওর ফটো তোলায় একটা যেন অ্যালার্জি আছে। ক্যামেরা রেডি হল কি হল না, ও আর ঠিক জায়গায় নেই!
প্রণীতা
জগদ্ধাত্রী পূজা উপলক্ষ্যে এক নাচের অনুষ্ঠান ছিল। সেখানে যাওয়ার আগে এই ফটো তোলার পালা।
আহা কী ভঙ্গিমা!
আর এক সমস্যা আলো নিয়ে। চোখে আলো পড়লেই চোখ বন্ধ, যেন ধ্যান করছে!